ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

চবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ২৮১৭ শিক্ষার্থীর ওএমআর বাতিল

২০২৫ মার্চ ০৭ ১১:২৪:৫৯
চবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ২৮১৭ শিক্ষার্থীর ওএমআর বাতিল

ডুয়া ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোট ২ হাজার ৮১৭ ভর্তিচ্ছুর ওএমআর বাতিল হয়েছে, যা পরীক্ষার্থীদের ৩ দশমিক ০৭ শতাংশ।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ৪১১ জন উত্তীর্ণ হয়েছেন, যা পাসের হার ৩২ দশমিক ০৬ শতাংশ। অন্যদিকে, ৫৯ হাজার ৫১১ জন পরীক্ষার্থী ফেল করেছেন, যা মোট অংশগ্রহণকারীর ৬৪ দশমিক ৮৭ শতাংশ।

এবারের পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী পেয়েছেন ৯৭ দশমিক ৫০ নম্বর। এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী।

ওএমআর বাতিল হওয়ার বিষয়ে তিনি বলেন, ওএমআর বাতিলের প্রধান কারণ সেটকোড পূরণ না করা। এছাড়া ওএমআর শিটের আশেপাশে লেখালেখি করলেও এটা বাতিল হয়। কিছুক্ষেত্রে হয়তো রোল বা আইডি ঠিকঠাক পূরণ করেনি শিক্ষার্থীরা। এই তিনটায় ওএমআর বাতিলের বেসিক কারণ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে