ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আফ্রিকার শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশে সেনাপ্রধানের দেশত্যাগ

২০২৫ মার্চ ০৩ ১২:০৭:১৫
আফ্রিকার শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশে সেনাপ্রধানের দেশত্যাগ

ডুয়া নিউজ: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে সোমবার (৩ মার্চ) তিন দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে দেশটিতে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

এ ছাড়া, সেখানকার জনসাধারণের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষীদের নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধনের পরিকল্পনাও রয়েছে সেনাপ্রধানের।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে।

২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৯৯৬১ জন সেনাসদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আফ্রিকার সংঘাতপূর্ণ এই দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় ১১ জন সেনাসদস্য জীবন উৎসর্গ করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে