ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ডুসাড'র নেতৃত্বে সাবিকুন ও ইমরান

২০২৫ মার্চ ০২ ২১:০১:০২
ডুসাড'র নেতৃত্বে সাবিকুন ও ইমরান

ঢাবি প্রতিনিধি : ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব দেবিদ্বার (ডুসাড)-এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবিকুন নাহার ও সাধারণ সম্পাদক ইমরান হাসান ভূঁইয়া।

আজ রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংগঠনটির সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি গঠিত হয়।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি সাবিকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে। অন্যদিকে সাধারণ সম্পাদক ইমরান বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি দেবিদ্বার পৌরসভায়।

সভাপতি সাবিকুন বলেন, ডুসাড সবসময় ঐক্য, শিক্ষা ও শান্তির প্রতীক হয়ে কাজ করেছে। আমরা এই ধারা অব্যাহত রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই।

সাধারণ সম্পাদক ইমরান বলেন, এটি শুধু একটি পদ নয়, এটি দায়িত্ব ও আস্থার প্রতীক। সকলের ভালোবাসা ও সমর্থনের প্রতি আমি কৃতজ্ঞ। সংগঠনকে আরও এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করবো।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে