ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
ঢাবিতে ‘প্রোডাক্টিভ রামাদান’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত'প্রোডাক্টিভ রমাদান' শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ শে ফ্রেবুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় রাত দশ টায়।
সিম্পোজিয়ামে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ড. ইয়াসীর ক্বাদী। এসময় তিনি দুইটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। প্রথম সেশনে 'প্রফেটিক উইসডম ইন কারেন্ট ওয়ার্ল্ড' এবং দ্বিতীয় সেশনে 'দর্শকশ্রোতার প্রশ্নোত্তর ও প্রোডাক্টিভ রামাদান' নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ২০২৪ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত ‘প্রোডাক্টিভ রামাদান’ শীর্ষক অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা সম্পর্কে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। হামলায় আহত শিক্ষার্থীদেরকে শাইখ ড. ইয়াসীর ক্বাদী উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এস এম ফরহাদের সভাপতিত্বে ও লুতফর রহমানের সঞ্চলনায় সিম্পোজিয়ামে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি সহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১১টি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে একটি করে উপহার প্যাক দেওয়া হয়, যার মধ্যে কুরআন, তিনটি বই, নোটবুক এবং কলম ছিল। অনুষ্ঠানের শেষে সকলের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশনের উপদেষ্টা এস এম ফরহাদ তার বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পারা শুধুমাত্র ফ্যাসিবাদ পতনের কারণেই সম্ভব হয়েছে। এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা ইসলামের মহান আদর্শ সবার কাছে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশন এর পরিচালক হামিদুর রশিদ জামিল বলেন, আমরা স্বল্প সময়ের নোটিশে হাজার হাজার আবেদন গ্রহণ করি এবং ২০০০ জনকে নির্বাচিত করি। সবার অংশগ্রহণ আমাদের আনন্দিত করেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক আয়োজন করব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা