ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২
ড. ইউনূসের সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা

ডুয়া নিউজ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য প্রফেসর ড. শরিফুল ইসলামের অপসারণসহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন।
২৩ ফেব্রুয়ারি (রোববার) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ জন্য সকাল ৮টায় ৮০ শিক্ষার্থী দুটি বাসে করে ঢাকায় রওনা দেন। শিক্ষার্থীরা এ সময় মাথায় ও চোখে লাল কাপড় বাঁধা ছিল।
যাত্রা শুরুর আগে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তারা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না। তারা অনলাইনে কার্যক্রম চালাবেন।
এক প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন, "উপাচার্যসহ কিছু শিক্ষক দাবি করছেন দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু এটি মিথ্যে। হামলাকারীরা চিহ্নিত কিন্তু অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।" তারা আরও জানান, "কুয়েটে ছাত্রদল সমর্থক এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যা শিক্ষার্থীদের মনে কুয়েট প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি করেছে।"
এর আগে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১১ আগস্ট অনুষ্ঠিত ৯৩ তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরও ১৮ ফেব্রুয়ারি কুয়েট ছাত্রদল শান্তিপূর্ণ মিছিলে হস্তক্ষেপ করে এবং শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কোনো ধরনের নিরাপত্তা প্রদান করতে পারেনি। ফলে শিক্ষার্থীরা উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগসহ ৬ দফা দাবি উত্থাপন করেন।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানা এবং হামলার পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা না নেওয়ার জন্য উপাচার্য এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- ২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান