ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
কাবা শরিফে বিয়ে করে যা বললেন পাকিস্তানি অভিনেত্রী

ডুয়া ডেস্ক : বিয়ে করেছেন পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কুবরা খান। আরেক অভিনেতা গওহর রশিদের সঙ্গে সম্প্রতি মক্কার পবিত্র কাবা শরিফে তাদের বিয়ে হয়। অভিনেত্রী তার বিয়ের সেই দৃশ্য ভক্তদের জন্য ইনস্টগ্রামে শেয়ার করেছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এই দম্পতিকে তাদের প্রিয়জনরা ঘিরে রেখেছেন। কুবরা খান এ সময় ধবধবে সাদা পোশাক এবং লাল ওড়নায় সজ্জিত ছিলেন। অপরদিকে গওহর রশিদ পড়েছিলে সাদা রঙের কুর্তা ও পায়জামা।
এ সময় এই দুই তারকার আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের তাদেরকে দোয়া দিতে দেখা যায়। অন্যদিকে কুবরা ও গওহরের চেহারায় উঁকি দিচ্ছিল খুশির আমেজ।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে তারা তাদের বিয়ে সম্পন্ন হওয়ার সংবাদটি জানান। বিয়ের পাশাপাশি সেখানে তারা উমরাও পালন করছেন।
পোস্টে তারা লিখেছেন, “আল্লাহর কুরসির নিচে...৭০ হাজার ফেরেশতা সাক্ষী এবং রহমত আমাদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে... কবুল।”
ইনস্টাগ্রামে তাদের শেয়ার করা দুটি ছবির মধ্যে একটি ছিল পবিত্র কাবায় তাদের হাত রাখা, অন্যটি ছিল তারা একে অপরকে ভালোবাসার দৃষ্টিতে দেখছেন এবং পেছনে মহিমান্বিত কাবা ঘর।
কুবরা ও গওহর তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল যে, তারা পবিত্র মক্কা শহরে বিয়ে করবেন।
সম্প্রতি এই তারকা যুগল সবচেয়ে আলোচিত সেলিব্রিটিদের মধ্যে জায়গা করে নিয়েছেন। তাদের বিয়ের গুঞ্জন শুরু হয় ২০২৪ সালের শেষের দিকে। তখন তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা ছড়িয়ে পড়ে। এরপর তারা তাদের দীর্ঘদিনের সম্পর্কের সত্যতা নিশ্চিত করেন।
এই যুগল একাধিক নাটকে একসঙ্গে কাজ করেছেন। তবে তাদের দাম্পত্য জীবন প্রথমবারের মতো ‘জান্নাত সে আগায়’ নাটকে পর্দায় দেখা যায়।
যদিও কিছু মানুষ তাদের সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়িয়েছে, তবুও অনেকেই তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বকে এক দীর্ঘস্থায়ী সম্পর্ক হিসেবে দেখতে চেয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ