ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
ডিএসই-তে স্বতন্ত্র পরিচালক পদে যোগ দিলেন ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই

ডুয়া নিউজ: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন জেড এন কনসালট্যান্টসের প্রধান পরামর্শক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা জাকেরিন বখত নাসির। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিএসইর ১০৮৬তম পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক পদে যোগদান করেন তিনি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ১৩ ফেব্রুয়ারি তাঁকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
সৈয়দা জাকেরিন বখত নাসিরের ৩২ বছরেরও বেশি সময় ধরে মানবসম্পদ বিষয়ক কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেড এবং সিমেন্স বাংলাদেশ লিমিটেডে হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএইচআরএম) প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং মানবসম্পদ, কৌশলগত চিন্তাভাবনা, পরিবর্তন ব্যবস্থাপনা, এবং নেতৃত্ব উন্নয়নসহ নানা বিষয়ে বিশেষজ্ঞ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এবং ব্যাংকিংয়ে বিএ.কম (অনার্স) এবং ফিন্যান্সে এম.কম ডিগ্রি অর্জন করেন। সিমেন্সের প্রধান কার্যালয়ের এইচআর বিভাগের সঙ্গে কাজ করার পাশাপাশি তিনি সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া এবং হংকং-এ অনুষ্ঠিত একাধিক কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে বলেন, সৈয়দা জাকেরিন বখত নাসিরের ৩২ বছরের অভিজ্ঞতা ডিএসইর পরিচালনা পর্ষদকে আরও শক্তিশালী করবে এবং পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি আরও জানান, বিভিন্ন সেক্টর থেকে আসা অভিজ্ঞ ব্যক্তিরা একত্রিত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন পদত্যাগের পর তার শূন্য হওয়া পদে সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর