ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রশ্নপত্র মূল্যায়নে নতুন সিদ্ধান্ত
.jpg)
ডুয়া ডেস্ক: গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্নের অসঙ্গতি তুলে ধরে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছিলেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা। এ বিষয়ে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
আজ ১৫ ফেব্রুয়ারি (শনিবার) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি। তবে বিষয়টি নিয়ে তারা সর্বোচ্চ উদ্যোগ নিয়েছেন এবং মূখ্য সমন্বয়কের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, যারা গত সপ্তাহ ধরে পরিস্থিতি পর্যালোচনা করছেন। ছাত্রদের স্বার্থ রক্ষা করতে এই বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা চলছে এবং সমাধান প্রায় শেষের দিকে পৌঁছেছে।
এদিকে বিকেলে ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এক বিজ্ঞপ্তিতে জানান, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কিছু প্রশ্নপত্রে ভুলত্রুটি চিহ্নিত হয়েছে। সংশ্লিষ্ট কমিটি এসব ত্রুটি শনাক্ত করেছে এবং তাদের পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে এমসিকিউ অংশে এক সেটের মধ্যে অন্য সেটের কিছু প্রশ্ন প্রতিস্থাপিত হয়ে ইংরেজি বিষয়ের কিছু প্রশ্নের ক্রমধারায় ত্রুটি এবং একাউন্টিং বিষয়ে কিছু প্রশ্নের পুনরাবৃত্তি ঘটেছে। তবে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ভুলত্রুটির কারণে পরীক্ষার্থীদের ফলাফলের ওপর কোনো প্রভাব না পড়তে তা নিশ্চিত করার জন্য এমসিকিউ উত্তরপত্রের মূল্যায়ন স্বচ্ছ প্রক্রিয়ায় চলছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই ত্রুটিগুলো সমাধান করা হচ্ছে এবং এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। যাতে পরীক্ষার্থীদের স্বার্থ পূর্ণরূপে রক্ষা করা যায়।
এছাড়াও ফলাফল প্রকাশের পর যদি কোনো পরীক্ষার্থী তার প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট না হন। তবে তিনি যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে উত্তরপত্র পুনঃমূল্যায়নের সুযোগ পাবেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান