ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
ফটক ভেঙে উপাচার্যের বাসভবনের শিক্ষার্থীরা, সিন্ডিকেট সভা ভন্ডুল

ডুয়া নিউজ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিন্ডিকেট সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই তড়িঘড়ি করে শেষ করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সভাস্থল উপাচার্য (ভিসি) শুচিতা শরমিনের বাসভবনের ফটক ভেঙে ভেতরে অবস্থান নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য শুচিতা আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে পাতানো সিন্ডিকেট সভা ডেকে নিজের কোরাম ভারী করার চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ভিসির বাসভবনের সামনে প্রায় দুই ঘণ্টা অবস্থান নিয়ে স্লোগান দেন। বেলা সোয়া ৩টার দিকে তারা বাসভবনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন।
শিক্ষার্থীদের দাবির মুখে সহ-উপাচার্য গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মামুন অর রশিদ ও অধ্যাপক মো. মুহসিন উদ্দীন সভা বয়কট করে চলে যান। সিন্ডিকেটের ১৭ সদস্যের মধ্যে আটজন সভায় অংশ নেন।
সভায় অংশ না নেওয়া প্রসঙ্গে গোলাম রব্বানী বলেন, ‘সভার অ্যাজেন্ডা আমরা পাইনি। তা ছাড়া ক্যাম্পাসে ছাত্রদের আন্দোলনের কারণে সভায় অংশগ্রহণের পরিস্থিতি ছিল না।’
সূত্র জানায়, কম সদস্যের অংশ গ্রহণ এবং বাইরে আন্দোলন চলার কারণে সভা তড়িঘড়ি করে শেষ করা হয়।
আরেক শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের ১০ দফা দাবি মেনে না নিলে আমরা এক দফা দাবিতে যাব।’
বিকেলে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে নানা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো:
১) রেজিস্ট্রারের মেয়াদ শেষ হওয়ায় তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।
২) অভ্যন্তরীণ শিক্ষকদের প্রতিনিধি করে সিন্ডিকেট সভা আহ্বান করতে হবে।
৩) মেয়াদ শেষ না হওয়ায় বাতিল করা দুই শিক্ষককে সিন্ডিকেট সদস্য হিসেবে ফিরিয়ে আনতে হবে।
৪) ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে রোডম্যাপ দিতে হবে।
৫) সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি রাখার বিধান রাখতে হবে।
৬) সিন্ডিকেটের আলোচ্য বিষয় সাংবাদিকদের কাছে উন্মুক্ত করতে হবে।
৭) অবকাঠামো উন্নয়নে নিয়োগ পাওয়ার পর উপাচার্যের পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করতে হবে।
৮) অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে দ্রুত সময়ের মধ্যে চিঠি পাঠাতে হবে।
৯) স্বৈরাচারের দোসরদের সঙ্গে সখ্যতার কারণ স্পষ্ট করে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে ক্ষমা চাইতে হবে।
১০) গত প্রশাসনে বিভিন্ন প্রশাসনিক পদে যারা ছিলেন তাদের নতুন পদ বণ্টন করা যাবে না।
১১) ছাত্র আন্দোলনের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
১২) শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া বিভিন্ন ফির জবাবদিহি নিশ্চিত করতে হবে।
১৩) দারিদ্র্য শিক্ষার্থীদের জন্য মেধার ভিত্তিতে বৃত্তি দিতে হবে।
১৪) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের বিচারের আওতায় আনতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি