ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
‘ঢাবির ছাত্র’ শুনলেই একে অপরের প্রতি আন্তরিকতা আসে : বকুল
ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ‘আমরা যেখানেই যায় না কেন, যখনই আমরা শুনি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনই একে অপরের প্রতি একটা আন্তরিকতা চলে আসে।’
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলস অফিসার্স ক্লাবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিব্যক্তি জানান এবং অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করেন।
তিনি বলেন, ‘আমরা যেখানেই যায় না কেন, যখনই আমরা শুনি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনই একে অপরের প্রতি একটা আন্তরিকতা চলে আসে। সেটা বাংলাদেশের ভেতরে হোক, কিংবা বাংলাদেশের বাইরে হোক। আমি যখন দেশের বাইরে কোথাও গিয়েছি, সেখানে কোনো অনুষ্ঠানে বা আলোচনা সভায় যখনই শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়, অটোমেটিক্যালি টান অনুভব করি। ওখানে কিন্তু আমরা কখনোই চিন্তা করি না কে কোন দলের, কে কোন মতের, এটা আমরা সাধারণত ভুলে যাই।’
রকিবুল ইসলাম বকুল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধনটা এমনই অটুট থাকে যে, যে অবস্থায় থাকুক না কেন, সম্পূর্ণভাবে একটি আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বিরাজমান থাকে। এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ বন্ধন সুদৃঢ় করার কাজ কাজটি করে যাচ্ছে। তারা দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযান চালাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানীসহ প্রমুখ।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ও সরকারি পাইওনিয়ার মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শামীম হোসেনের সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার মহাসচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরিফ মোহাম্মাদ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
দিনব্যাপী এ পুনর্মিলনীতে খুলনা ও এর বিভিন্ন জেলায় বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। স্মৃতিচারণ, আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠানসহ নানান আয়োজনে মুখর ছিল এ মিলনমেলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস