ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২
ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সময় জানালেন জবি উপাচার্য

ডুয়া ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, আমরা চেষ্টা করব ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার। আমাদের লক্ষ্য পরীক্ষার ১৫ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা। ফলাফল শিফটভিত্তিক প্রকাশ করা হবে বলেও জানা তিনি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এ তথ্য জানান।
তিনি বলেন, ‘যেহেতু এবার আমাদের প্রতিটি ইউনিটে শিফটভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সে ক্ষেত্রে ফলাফলও প্রতি শিফটে আলাদাভাবে প্রকাশ করা হবে। উপস্থিতির সমানুপাতিক হারে প্রতিটি শিফটের জন্য পৃথক ফলাফল ঘোষণা করা হবে।’
উপাচার্য জানান, আজ সকাল সাড়ে ৯টায় শান্তিপূর্ণভাবে ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপস্থিতির হার ৮৫ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে আমরা স্বাধীনভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করতে চেয়েছি। আমরা সব দিক থেকে সহায়তা পেয়েছি এবং এই পদ্ধতিতে আমরা সন্তুষ্ট। এই প্রক্রিয়ায় সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের নির্বাচন করা সম্ভব হবে, যারা ভবিষ্যতে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আইইআর) প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এই ইউনিটের পরীক্ষায় চারটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে—বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান