ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
কবিকণ্ঠের উদ্যোগে লন্ডনে তিনটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত
ডুয়া ডেস্ক : পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেসক্লাবে স্থানীয় সময় রোববার (৯ ফেব্রুয়ারি) কবিকণ্ঠের উদ্যোগে তিনটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কবিকণ্ঠের এই আয়োজনটি ছিল এক বিশেষ মুহূর্ত, যেখানে তিনটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
প্রকাশিত বইগুলো হলো— ১. ‘ছোটো আপার বিরানভাত’ (স্মৃতিকথামূলক বই), লেখক: কবি আবু মকসু; ২. ‘নতুন এক বৈরাগী আমি’ (গীতিকবিতা), লেখক: কবি মাহফুজা রহমান এবং ৩. ‘জন্ম, মৃত্যু ও পালকি’ (কবিতা, গল্প ও নাট্যাংশ গ্রন্থ), লেখক: কবি উর্মিলা আফরোজ। এ তিনটি বই লন্ডনে কবিকণ্ঠের মাধ্যমে প্রকাশিত হয়।
প্রকাশনা অনুষ্ঠানে কবি হামিদ মোহাম্মদের উপস্থাপনায় এবং গবেষক ফারুক আহমেদের সভাপতিত্বে প্রথমে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।
প্রকাশনা অনুষ্ঠানটি পাঠক-লেখকদের এক মিনি মিলন মেলায় পরিণত হয়। এ বইগুলোর প্রকাশনায় বক্তারা বলেন, বই জ্ঞানের বাহন, বই আলোর প্রতীক। মানুষের মননকে ঋদ্ধ করে বই। মনের অন্ধকার দূর করে মানুষকে সত্যের পথে ধাবিত করে বই। বইয়ের মাধ্যমে ঘরে বসেই পরিচয় ঘটে অচেনা বিশ্বের সাথে। মানুষের ঘুমন্ত হৃদয়কে জাগাতে পারে। বিশেষ করে বিলেতে বসে বাংলা ভাষাভাষি লেখকদের বই পাঠকদের হাতে তুলে দেওয়া একটি বিশাল ব্যাপার, একটি অসাধ্যকে সাধন করা বলা যায়।
অনুষ্ঠানে বইয়ে মোড়ক উন্মোচনে অংশ নেন— বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বিশিষ্ট সমাজকর্মী প্রশান্ত পুরকায়স্থ, কমিউনিটি ব্যক্তিত্ব ড. আনসার আহমদ উল্লাহ, দাবা ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফ নান্নু, সাবেক ডেপুটি মেয়র শহিদ আলী, শিক্ষাবিদ বাসিত চৌধুরী, নারী উদ্যোক্তা সাঈদা চৌধুরী, কবি সালমা বেগম, কবি সৈয়দ হিলাল সাঈফ ও রেজাউল করিমমৃধা সহ সুধীজন, লেখক ও সংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে মাহফুজা রহমানের পরিচিতি পাঠ করেন সাংবাদিক নিলুফা ইয়াসমীন হাসান, আবু মকসুদের পরিচিতি পাঠ করেন এম মোশাইদ খান ও উর্মিলা আফরোজের পরিচিতি পাঠ করেন উদয় শংকর দূর্জয়। পরিচিতি পাঠের পর লেখক ও কবিরা নিজ নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কবি কণ্ঠের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন- কবি আতাউর রহমান মিলাদ, কবি মুজিবুল হক মনি, এমদাদ তালুকদার ।
তারা বলেন, লন্ডন থেকে এই প্রথম বাংলা বই প্রকাশ শুরু করেছে কবি কণ্ঠ। এটি সাহসী উদ্যোগ। কবি হামিদ মোহাম্মদ কবিকণ্ঠের মাধ্যমে লন্ডনে বই প্রকাশ করায় ঢাকা থেকে বই প্রকাশের আর প্রয়োজন নেই।
গবেষবক ফারুক আহমেদ তার সমাপনী বক্তব্যে বলেন, ইতো পূর্বে ১৯৮৮ সালে লন্ডনে উদীচী প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা ও ১৯৮৯ সালে সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করে হামিদ মোহাম্মদ ইতিহাসের অংশ হয়েছিলেন। এবার ও বই প্রকাশ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন, তাকে অভিনন্দন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি