ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
রাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু মঙ্গলবার
ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হবে। এই প্রক্রিয়া চলবে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ভর্তি বিজ্ঞপ্তির তথ্যমতে, এবারের ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়। আবেদনকারীদের মধ্যে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৯২ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রাথমিক বাছাই প্রক্রিয়া উত্তীর্ণদের জন্য চূড়ান্ত আবেদন করতে হবে ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রথম দফায় ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত আবেদন পূর্ণ না হলে পরবর্তী দুই ধাপে দ্বিতীয় দফায় ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি এবং তৃতীয় দফায় ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করা যাবে।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ২৭ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি রাত ১২টায় শেষ হয়েছিল। এ বছর তিন ইউনিটে (এ, বি, সি) মোট ৪ লাখ ৪১ হাজার ৯৭২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মানবিক তথা ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৮ হাজার ৬৫৭টি, ‘বি’ ইউনিট তথা বাণিজ্য ইউনিটে ১ লাখ ৩ হাজার ৭৯টি এবং বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ২৩৬টি আবেদন জমা পড়েছে। মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৭০৪।
চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) জন্য ১১০০ টাকা এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। যার মান হবে ১০০ নম্বর। প্রশ্নগুলোর জন্য এক ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান হবে ১.২৫।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২টি অনুষদের ৫৯টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে মোট আসন সংখ্যা ৩ হাজার ৯৪৭টি (বিশেষ কোটাসহ)। বিশেষ কোটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৬১, শারীরিক প্রতিবন্ধী কোটার জন্য আসনসংখ্যার ২ শতাংশ, মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার জন্য প্রতি বিভাগের আসন সংখ্যা ৫ শতাংশ ও খেলোয়াড় কোটায় প্রতি বিভাগ/ইনস্টিটিউটে মাত্র একজন ভর্তি হতে পারবেন।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে ১২ এপ্রিল ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে। এর পর ‘এ’ ইউনিট (মানবিক) পরীক্ষা ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিট (বিজ্ঞান) পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস