ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত, নেতৃত্বে প্রধান উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ২৯ ১৪:৩৬:১০

উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত, নেতৃত্বে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক সম্পন্ন হয়।

তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়েছে, বৈঠকে প্রধান উপদেষ্টাসহ সরকারের অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সভায় দেশের সমসাময়িক পরিস্থিতি, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেশের সার্বিক উন্নয়ন এবং সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে নিয়মিতভাবে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে। বৈঠক শেষে নেওয়া সিদ্ধান্তসমূহ পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হতে পারে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত