ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ স্থগিত হবে না
নিজস্ব প্রতিবেদক: ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ স্থগিতের আবেদন নিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গতকাল বুধবার চারজন প্রার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট জমা দেন। তবে প্রাথমিকভাবে জানা গেছে, রিটের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হবে না এবং পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পিএসসির এক সূত্র নিশ্চিত করেছেন, ‘রিটের কারণে প্রিলিমিনারি পরীক্ষা পেছানো হবে না। পিএসির আইন কর্মকর্তা আদালতে রিটের জবাব দেবেন এবং পরীক্ষার প্রস্তুতি চলছে।’
পিএসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা পরিচালনার জন্য সকল কেন্দ্রকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।”
এ বছর ৫০তম বিসিএসে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা বিগত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। ৪৭তম বিসিএসে আবেদনকারী ছিল ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন। এবার ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের সর্বোচ্চ ৬৫০ জন স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাবেন। এছাড়া প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নেওয়া হবে। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।
প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলির নম্বর ৫ করে কমানো হয়েছে, আর আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও নৈতিকতায় ৫ নম্বর বৃদ্ধি করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের জন্য শ্রুতলেখক নিশ্চিত করতে পিএসসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কমিশনের রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি শেষ হওয়ার পর দ্রুততম সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস