ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২
ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না: ইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, "ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কেন্দ্রে প্রভাব খাটানো বা অযথা ভিড় জমানো চলবে না। আমরা প্রার্থী ও সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাই—আমাদের হাতেই আপনাদের ভোট নিরাপদ।"
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচনের অন্যতম লক্ষ্য হলো ভয়ভীতিহীন একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করা। প্রতিবন্ধী ভোটারদের বিশেষ সহায়তা প্রদানের নির্দেশ দিয়ে তিনি বলেন, "ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ কলম দিয়ে কেউ ইচ্ছে করলে ব্যালট নষ্ট করে দিতে পারে। এর পরিবর্তে এবার পেন্সিল ব্যবহার করা হবে।"
নির্বাচনি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি আসনে প্রায় ১০ জন করে ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল বিচারক দায়িত্ব পালন করবেন। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা—এই তিন মূলনীতি মেনে কর্মকর্তাদের কাজ করতে হবে। তিনি আরও জানান, ভোট কেনা-বেচা ঠেকাতে এবার প্রতিটি আসনের মোবাইল ব্যাংকিং এজেন্টগুলোর ওপর বিশেষ নজরদারি থাকবে। অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে এই কমিশনার বলেন, একটি দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সরাসরি নির্বাচনের ওপর নির্ভরশীল। অতীতে সুন্দর গণতান্ত্রিক পরিবেশের অভাবে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা জাতি আর দেখতে চায় না। আগামী নির্বাচনের মাধ্যমে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার পথ প্রশস্ত হবে।
সভায় জানানো হয়, চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে বর্তমানে ৪৬ হাজার ৪৩৬ জন নিবন্ধিত পোস্টাল ভোটার রয়েছেন। প্রবাসী ভোটারের সংখ্যার দিক থেকে চাঁদপুর জেলা সারা দেশে পঞ্চম অবস্থানে রয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনসিসি সদস্যরাও কাজ করবেন।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি