ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

বাড়ি ভাড়া না হলে হজে যাওয়ার সুযোগ নেই

২০২৬ জানুয়ারি ২৬ ১২:০১:৪৭

বাড়ি ভাড়া না হলে হজে যাওয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক: হজ ব্যবস্থাপনায় গাফিলতির কারণে বাংলাদেশি হজযাত্রীদের হজ পালন ঝুঁকির মুখে পড়তে পারে—এমন কঠোর বার্তা দিয়েছে সৌদি আরব। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির মাধ্যমে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট হজযাত্রীরা হজে যেতে পারবেন না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

এই প্রেক্ষাপটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আগামী ২৮ জানুয়ারির মধ্যে সকল হজযাত্রীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে লিড এজেন্সিগুলোকে চূড়ান্ত সময় বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশনা দিয়ে সম্প্রতি ৩০টি লিড এজেন্সিকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি—দুই ব্যবস্থায় হজযাত্রীরা সৌদি আরবে যাবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালনের জন্য নিবন্ধিত রয়েছেন।

মন্ত্রণালয় জানায়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় আবাসন ভাড়ার অগ্রগতি সন্তোষজনক নয়। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ না হলে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে।

এ বিষয়ে গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশি হজযাত্রীদের আবাসন ভাড়ার অগ্রগতি অত্যন্ত হতাশাজনক পর্যায়ে রয়েছে।

সভায় সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়ে দেয়, নির্ধারিত সময়ের মধ্যে যেসব হজযাত্রীর জন্য এজেন্সি আবাসন ভাড়া নিশ্চিত করতে পারবে না, সে সংখ্যক হজযাত্রী হজ পালনের অনুমতি পাবে না। এই অবস্থায় দ্রুত পদক্ষেপ নিতে না পারলে বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত