ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২
গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: গণভোটকে ঘিরে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে বা রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল হবে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, গণভোট দেশের রাজনৈতিক গতিপথে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেবে। একটি ন্যায়ভিত্তিক ও আলোকিত রাষ্ট্র গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ নির্বাচনে নাগরিকরা নিজ নিজ পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেবেন। তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করা হবে।
‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহ্বান জানিয়ে খালিদ হোসেন বলেন, নাগরিকের মৌলিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে স্বৈরশাসনের অবসান জরুরি। আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম করতেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন।
তিনি ইমামদের উদ্দেশে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে একটি ইতিবাচক আন্দোলন সৃষ্টি করতে হবে।
সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে কোনো একক ব্যক্তি প্রার্থী নন—এখানে প্রার্থী দেশের প্রতিটি নাগরিক। গণভোটের মাধ্যমে যে দিকনির্দেশনা আসবে, ভবিষ্যতে সরকারকে সেই অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে।
তিনি বলেন, নিপীড়নমূলক, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত জরুরি।
প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আর ‘না’ ভোট মানে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া। এ ক্ষেত্রে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। নীরবতা মানেই ফ্যাসিবাদের পক্ষে অবস্থান।
তিনি ইমামদের প্রতি আহ্বান জানান, সমাজে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচেতনতা ও জনসমর্থন তৈরিতে সক্রিয় ভূমিকা রাখতে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জাতীয় ইমাম সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, মনির হায়দার এবং ধর্ম সচিব মো. কামাল উদ্দিন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইতিবাচক ধারায় লেনদেনে সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা
- তবে কি শেষ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা?