ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

সাত জেলা সফর শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান

২০২৬ জানুয়ারি ২৩ ১০:৫২:০২

সাত জেলা সফর শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: টানা সাত জেলা সফর এবং দীর্ঘ নির্বাচনি ম্যারাথন শেষে রাজধানী ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় সিলেট থেকে শুরু হওয়া এই ঝটিকা সফর শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শেষ জনসভার মাধ্যমে সমাপ্ত হয়। এরপর ভোর ৫টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে সকালে গুলশানের বাসভবনে পৌঁছান।

সফরকালে তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণে একগুচ্ছ জনকল্যাণমুখী প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে। এছাড়া নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃषक কার্ড’, বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ ১৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা ছাড়েন তারেক রহমান। সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারতের মাধ্যমে পুণ্যভূমি থেকে নির্বাচনি মিশন শুরু করেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভা করেন। এরপর বিকেল ৩টায় মৌলভীবাজার এবং সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পর্যায়ক্রমে জনসভায় ভাষণ দেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার নির্বাচনি প্রচারের গতি আরও তীব্র হয়। গভীর রাতে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৌঁছালে নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে তিনি নির্বাচনি ষড়যন্ত্র নিয়ে দেশবাসীকে সতর্ক করেন।

রাত ১২টা ১৭ মিনিটে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের তীব্র সমালোচনা করে একে ডিজিটাল কারচুপির অংশ হিসেবে অভিহিত করেন। রাত ২টায় তিনি নরসিংদী পৌঁছালে শীতের রাত উপেক্ষা করে প্রিয় নেতাকে দেখতে জনতার ঢল নামে। সবশেষে রাত পৌনে ৪টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে সর্বশেষ নির্বাচনি সমাবেশ শেষ করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাত্র এক রাতে চারটি জেলার পাঁচটি জনসভায় অংশগ্রহণ এবং দীর্ঘ রোডমার্চ বিএনপির নির্বাচনি প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে, যা তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিপুল প্রাণসঞ্চার করেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত