ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

মিরপুর থেকে জামায়াতের নির্বাচনি যাত্রা শুরু, নেতৃত্বে ডা. শফিকুর রহমান

২০২৬ জানুয়ারি ২২ ১৬:২২:৩১

মিরপুর থেকে জামায়াতের নির্বাচনি যাত্রা শুরু, নেতৃত্বে ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার মিরপুর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি মাঠে নামলেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে শুরু হলো জামায়াতের নির্বাচনি প্রচারণা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশকে ঘিরে দুপুরের পর থেকেই আদর্শ স্কুল মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। দাড়িপাল্লা প্রতীকসংবলিত ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে জড়ো হন। মাঠের ভেতরের আসন পূর্ণ হয়ে গেলে অনেকে মাঠের বাইরে ও সংলগ্ন সড়কে অবস্থান নেন।

এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল হান্নানের সন্তান সাঈফ খান সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এদিকে, জামায়াত আমিরের উত্তরাঞ্চল সফরের বিস্তারিত কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, শুক্রবার ঢাকা থেকে পঞ্চগড় সফরের মাধ্যমে শুরু হবে এই কর্মসূচি।

তার ভাষ্য অনুযায়ী, পঞ্চগড়ে সকাল ১১টায় জনসভা শেষে দিনাজপুর ও ঠাকুরগাঁ হয়ে সন্ধ্যায় রংপুরে জনসভা করবেন জামায়াত আমির এবং সেখানেই রাতযাপন করবেন। চারটি জেলা শহরে বড় জনসভা ছাড়াও পথে পথে গুরুত্বপূর্ণ বাজার ও এলাকায় পথসভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

শেষদিকে এহসানুল মাহবুব জানান, শনিবার সকালে আবু সাঈদের কবর জিয়ারতের পর গাইবান্ধার পলাশবাড়ী, বগুড়া শহর ও শেরপুর উপজেলায় জনসভা করবেন জামায়াত আমির। একই দিনে সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়ায় জনসভা শেষে পাবনায় নির্বাচনি প্রচার চালাবেন। রোববার ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে পৃথক জনসভা করার মধ্য দিয়ে এই পর্বের কর্মসূচি শেষ হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত