ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়াল সরকার

২০২৬ জানুয়ারি ১৭ ২১:২৮:৫৯

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক: সরকার দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আহ্বায়ক বা অ্যাডহক কমিটির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে বিদ্যমান কমিটিগুলো আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে এ সংক্রান্ত অফিস আদেশ পাঠিয়েছে।

সাধারণত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হলে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠন করা হয়। তবে আসন্ন জাতীয় নির্বাচন এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে অনেক প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠন বা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে।

প্রশাসনিক শূন্যতা বা অচলাবস্থা এড়াতে সরকার বিদ্যমান কমিটির মেয়াদ বৃদ্ধি করেছে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, যারা বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন, তাদের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো।

সূত্রের তথ্য অনুযায়ী, এই বর্ধিত মেয়াদের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিয়মিত প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হতে পারে। শিক্ষা বোর্ডগুলোকে আদেশটি অবিলম্বে কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত