ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

‘ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক নির্বাচনে অংশ নিতে পারবে না’

২০২৬ জানুয়ারি ১৭ ২০:১৯:০৭

‘ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক নির্বাচনে অংশ নিতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্টভাবে জানিয়েছে, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন যে, ভোটাধিকারও তাদের ক্ষেত্রে সীমিত থাকবে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুশিয়ারি দেন। সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় নির্বাচনী আপিল শুনানি এবং আসন্ন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখার জন্য।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমরা আইনি লড়াই চালিয়ে যাব। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট দিতে দেওয়া হবে না। আইনগত প্রক্রিয়া, রাজপথসহ সব ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। প্রয়োজনে আসনে তাদের প্রতিরোধ করব আমরা।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত