ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২
সময় শেষ, শোকজের জবাব দেননি বিসিবি পরিচালক নাজমুল
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের এক মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এখনও অনিশ্চয়তা কাটেনি। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তার কাছ থেকে কোনো ব্যাখ্যা না পাওয়ায় বিসিবির পরবর্তী পদক্ষেপ কী হবে সেদিকেই এখন ক্রিকেটাঙ্গনের নজর।
গত বৃহস্পতিবার সারাদিন নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি বিসিবি। পরে রাতে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, শোকজ নোটিশ দেওয়ার পরও নাজমুল কোনো সাড়া দেননি। এমনকি নির্ধারিত ৪৮ ঘণ্টা শেষ হলেও তার পক্ষ থেকে কোনো লিখিত জবাব আসেনি।
মিঠু সেদিন স্পষ্ট করে বলেন, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শোকজের জবাব দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে ব্যাখ্যা না এলে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিসিবির নির্ধারিত সময় অনুযায়ী শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শোকজের জবাব দেওয়ার সময়সীমা শেষ হয়। তবে সন্ধ্যা পর্যন্ত নাজমুল ইসলামের কোনো জবাব বিসিবি পায়নি বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন বোর্ডের এক পরিচালক। তার ভাষ্য অনুযায়ী, এখন বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না এলে কী হবে এমন প্রশ্নে ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, জবাব না দিলে তার পরিণতি সম্পর্কে সংশ্লিষ্ট সবাই অবগত। আদালতে হাজিরা না দিলে যেমন ফল ভোগ করতে হয়, এখানেও গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মূল বিতর্কের সূত্রপাত হয় গত ১৪ জানুয়ারি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ব্যর্থ হলে বিসিবি কি ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবে এমন প্রশ্নের উত্তরে নাজমুল ইসলাম বলেন, এতে বোর্ডের কোনো ক্ষতি নেই, বরং ক্ষতি হবে ক্রিকেটারদের। তিনি আরও মন্তব্য করেন, বিশ্বকাপে ভালো না করলে ক্রিকেটারদের পেছনে ব্যয় করা কোটি কোটি টাকা ফেরত চাওয়া হবে কি না এমন প্রশ্নও তোলেন।
এই মন্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই ক্রিকেটারদের সংগঠন কোয়াব নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। এর জেরে পরদিন বিপিএলের দুটি ম্যাচ স্থগিত হয় এবং রাতে বিসিবি অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের ঘোষণা দেয়।
পরবর্তীতে বিসিবি ও কোয়াবের জরুরি বৈঠকের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। শর্তসাপেক্ষে খেলায় ফেরার ঘোষণা দেন ক্রিকেটাররা। ওইদিনই সকালে নাজমুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে বিসিবি, যা এখনো অনুত্তরিত অবস্থায় রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে