ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২
‘সম্মিলিত বৈশ্বিক উদ্যোগ ও পারস্পরিক আস্থায় জোর দিচ্ছে বাংলাদেশ’
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি অভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, পারস্পরিক আস্থা ও সহযোগিতামূলক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘নেক্সট জেনারেশন প্রফেশন : কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। এ ক্ষেত্রে আলোচনা, আস্থা বৃদ্ধি এবং অভিন্ন উদ্বেগের বিষয়ে যৌথ উদ্যোগকে বাংলাদেশ সমর্থন করে।
তিনি আরও বলেন, স্থিতিশীলতা, পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতামূলক সমাধান জোরদারে বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা অব্যাহত রয়েছে।
নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই রিপোর্টিংয়ের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, প্রযুক্তিগত উদ্ভাবন বিশ্বব্যাপী পেশাজীবীদের কাজের ধরন বদলে দিচ্ছে। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীল শাসনব্যবস্থার ওপর বৈশ্বিক গুরুত্ব বাড়ছে।
তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সমন্বয় শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার জন্য নয়, বরং বৈশ্বিক সংহতি শক্তিশালী করার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, আধুনিক পেশাজীবীদের কেবল প্রযুক্তিগত দক্ষ হলেই চলবে না; তাদের নৈতিক দৃঢ়তা ও দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে।
সাফা সম্মেলনের মতো আয়োজন জ্ঞান বিনিময়, সেরা অভ্যাস ভাগাভাগি এবং কার্যকর সহযোগিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি। দক্ষিণ এশিয়া ও এর বাইরের বিশেষজ্ঞ, পেশাজীবী ও চিন্তাবিদদের অংশগ্রহণে এই সম্মেলন আয়োজনকে তিনি উৎসাহব্যঞ্জক হিসেবে অভিহিত করেন।
সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, বিশ্বব্যাপী অ্যাকাউন্টিং পেশা এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। নৈতিক এআই এবং টেকসই রিপোর্টিংয়ের সমন্বয় ব্যবসায়িক ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং জনআস্থার কাঠামো নতুনভাবে বিন্যস্ত করছে।
এই আন্তর্জাতিক সম্মেলনে আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে তিনটি টেকনিক্যাল অধিবেশন এবং একটি সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।
এ এইচ এম আহসান বলেন, প্রযুক্তিগত অগ্রগতি যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি তা চ্যালেঞ্জও নিয়ে আসছে। তার মতে, এআই-চালিত ব্যবস্থা দক্ষতা ও কমপ্লায়েন্স বাড়াতে সক্ষম হলেও শক্তিশালী নৈতিক কাঠামো ছাড়া তা অ্যালগরিদমিক যোগসাজশ, অস্বচ্ছতা ও বর্জনমূলক চর্চার ঝুঁকি তৈরি করতে পারে।
এই সম্মেলনে প্রথমবারের মতো অংশ নেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর সভাপতি জ্যঁ বুকো, যিনি আইসিএবি’র আমন্ত্রণে ঢাকায় আসেন। এছাড়া সাফার উপদেষ্টা আশফাক ইউসুফ তোলাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জ্যঁ বুকো বলেন, সততা ও জনস্বার্থকে কেন্দ্র করে যদি এআই পরিচালিত হয়, তাহলে হিসাববিদরা অনিশ্চয়তাকে সুযোগে রূপান্তর করতে পারবেন এবং আরও টেকসই ও সহনশীল বৈশ্বিক অর্থনীতি গঠনে ভূমিকা রাখতে সক্ষম হবেন।
আইসিএবি সভাপতি এন কে এ মোবিন স্বাগত বক্তব্য দেন। আন্তর্জাতিক সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যান ও আইসিএবি’র সাবেক সভাপতি মুহাম্মদ ফরহাদ হোসেনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবি’র সাবেক সভাপতি ও রহমান রহমান হক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস’র সিনিয়র পার্টনার আদীব হোসেন খান। তিনি বলেন, টেকসই প্রতিবেদন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন আর ভবিষ্যতের ধারণা নয়; এটি ইতোমধ্যেই অর্থনৈতিক মূল্য সৃষ্টির পরিমাপ ও প্রকাশ কাঠামোয় মৌলিক পরিবর্তন এনেছে।
শেষে তিনি পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থা ও মান-নির্ধারকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে এআই-সমর্থিত টেকসই রিপোর্টিং হয় স্বচ্ছ, ব্যাখ্যাযোগ্য এবং বৈশ্বিক মান ও বিনিয়োগকারীদের আস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে