ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

নির্বাচন ভবনে হাসনাত আবদুল্লাহ ও তাবিথ আউয়ালের মধ্যে হট্টগোল

২০২৬ জানুয়ারি ১৭ ১৮:৪৯:৪২

নির্বাচন ভবনে হাসনাত আবদুল্লাহ ও তাবিথ আউয়ালের মধ্যে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চলমান আপিল শুনানিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন ভবনে মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপিল শুনানিকালে এই হট্টগোলের ঘটনা ঘটে।

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আপিল শুনানিতে বিষয়টি পরিষ্কার করতে উপস্থিত সিনিয়র আইনজীবীদের কাছে ব্যাখ্যা চান নির্বাচন কমিশনের সদস্যরা। আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করতে থাকেন।

ব্যাখ্যা গ্রহণের শেষ পর্যায়ে কমিশন দুপুরে আধা ঘণ্টার জন্য শুনানি মুলতবি ঘোষণা করে। সিইসির নেতৃত্বে কমিশনের সদস্যরা সভাস্থল ত্যাগ করার পরপরই মঞ্চের সামনে আপিলের পক্ষে ও বিপক্ষে থাকা আইনজীবীরা জড়ো হন। একপর্যায়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

এই পরিস্থিতির মধ্যেই সেখানে উপস্থিত ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বিরোধীপক্ষের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মিন্টুর মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত শুনানিও চলছিল।

একই সময় অন্য একটি আপিল শুনানির জন্য অডিটোরিয়ামে থাকা কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) উত্তেজিত হয়ে আব্দুল আউয়াল মিন্টুর বক্তব্যের প্রতিবাদ জানান। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরে আইনজীবীরা আব্দুল আউয়াল মিন্টুকে সেখান থেকে সরিয়ে নেন। তার ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিছু সময় পর আইন-শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিরতির পর শুনানি শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু তার প্রতি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং ‘ব্লাডি সিটিজেন’ বলে অপমান করেছেন। পাশাপাশি বল প্রয়োগের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এবং এ ঘটনায় কমিশনের রুলিং দাবি করেন।

একই সময় একজন আইনজীবী অভিযোগ করেন, কিশোরগঞ্জের একটি আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকদের দ্বারা শুক্রবার (১৬ জানুয়ারি) শুনানি শেষে নির্বাচন ভবনের সামনে তার মক্কেলকে মারধর করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, কমিশন বিষয়টি অবগত হয়েছে এবং এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে কেউ যেন এমন আচরণ না করেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্বাচনী তদন্ত কমিটিতে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন কমিশনার।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত