ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

হাসনাতের নির্বাচনি এলাকায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

২০২৬ জানুয়ারি ১৭ ১৬:২৯:৪১

হাসনাতের নির্বাচনি এলাকায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র ঋণ খেলাপির অভিযোগের কারণে বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় এই সিদ্ধান্ত ঘোষণা করে।

ঘটনাস্থল ছিল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ এর অডিটোরিয়াম। শুনানির পর কমিশন প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেয়।

এর আগে একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ইসিতে আপিল করেছিলেন। তিনি দাবি করেন, ঋণ খেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও কেন মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করা হবে না। কমিশন শোনার পরই শেষ সিদ্ধান্ত প্রকাশ করে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত