ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

২০২৬ জানুয়ারি ১৭ ১৪:৩৯:৫৫

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার সুযোগ নষ্ট হলে তা দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের সঙ্গে গুরুতর অবিচার হবে এমন সতর্ক বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই সুযোগ হাতছাড়া হলে তা ইতিহাসের কাছে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটিতে আওয়ামী লীগ সরকারের সময়ে গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন।

বক্তব্যে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না। যারা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের দায় রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এসব শহীদদের স্মরণে সড়কের নামকরণ করা হবে। একই সঙ্গে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেন কোনো অপশক্তি আবারও ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ না পায়।

তিনি আরও বলেন, প্রতিটি অন্যায় ও অপরাধের বিচার প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন।

তারেক রহমান বলেন, ‘এই মুহূর্তে যদি আমরা দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ হারাই, তাহলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ, গত ১৬ বছরে গুম ও নির্যাতনের শিকার মানুষ এবং সাম্প্রতিক আন্দোলনে শহীদ ও পঙ্গুত্ববরণকারী হাজারো মানুষের আত্মত্যাগকে চরমভাবে অবমূল্যায়ন করা হবে।’

শেষ বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি। যে সরকার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে এবং আইনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত