ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

আসিফ মাহমুদ

'ইসলামী আন্দোলন জোট ছাড়ার পেছনে এনসিপির দায় নেই'

২০২৬ জানুয়ারি ১৬ ২৩:৫৮:৫৫

'ইসলামী আন্দোলন জোট ছাড়ার পেছনে এনসিপির দায় নেই'

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা এনসিপির আদর্শ ও লক্ষ্যের সঙ্গে একমত হতে পারবে, তাদের নিয়েই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণা চালানো হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী জোটের বর্তমান অবস্থা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা ১০টি দল এখন পর্যন্ত ঐক্যবদ্ধ রয়েছি। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদাভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে, তবে আমাদের আলোচনার দুয়ার এখনো তাদের জন্য খোলা আছে।” ইসলামী আন্দোলনের জোট ত্যাগের পেছনে এনসিপির কোনো ভূমিকা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, ইসলামী আন্দোলন তাদের সংবাদ সম্মেলনে জোট ছাড়ার পেছনে ‘আদর্শিক’ কারণ উল্লেখ করেছে, এতে এনসিপির কোনো দায় নেই।

দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “ময়মনসিংহে প্রার্থীর অনুসারী এবং নারায়ণগঞ্জে প্রার্থীর ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এমনকি বিএনপির এক প্রার্থীর রিটকারীর ওপরও হামলা হয়েছে। এসব ঘটনায় আমরা নিরাপত্তার বিষয়ে চরম শঙ্কিত। নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠছে। আমরা দাবি জানাই, সরকার ও কমিশন যেন আরও তৎপর হয় এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সবার নিরাপত্তা নিশ্চিত করে।”

আসিফ মাহমুদ আরও জানান, ১০ দলীয় জোট জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী। তিনি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি রাজধানীর উত্তরার অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত