ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২
১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে যে আসন পেলেন হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এই ঘোষণার পর থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার রাজনৈতিক মহলে নতুন মেরুকরণ ও ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এই ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, নির্বাচনি সমঝোতার আওতায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সারাদেশে ৩০টি আসন দেওয়া হয়েছে, যার মধ্যে নোয়াখালী-৬ অন্যতম।
মনোনয়ন পাওয়ার পর আব্দুল হান্নান মাসউদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "১১ দলীয় জোট আমার ওপর যে আস্থা রেখেছে, আমি তা সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব। হাতিয়া একটি অবহেলিত জনপদ। এখানকার মানুষের অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। সব রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে একটি উন্নত ও বাসযোগ্য হাতিয়া গড়তে আমি সকলকে নিয়ে কাজ করতে চাই।"
এদিকে, হান্নান মাসউদের মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তৃণমূলের কিছু নেতা মনে করেন সমন্বয় আরও বিস্তৃত হতে পারত, তবে হান্নান মাসউদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও ব্যক্তিগত ইমেজের কারণে জোটের সাধারণ সমর্থকরা তাকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হাতিয়া আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাই শেষে ১১ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। হান্নান মাসউদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির মো. মাহবুবুর রহমান এবং প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম ও তানভীর উদ্দিন রাজিব। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরাও সক্রিয় রয়েছেন।
দ্বীপ জেলা হাতিয়ার ভৌগোলিক সংকট, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং উন্নয়নের অভাব এবারের নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত