ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

এনসিপি কোনো একক প্রার্থী দেবে না: নাহিদ ইসলাম

২০২৬ জানুয়ারি ১৫ ২২:৩২:২৯

এনসিপি কোনো একক প্রার্থী দেবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো একক প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, রাষ্ট্র সংস্কার এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ জোটের হয়ে তাঁরা সারাদেশের ৩০০ আসনেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “সংসদ নির্বাচনকে সামনে রেখে সংস্কারের পক্ষে থাকা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনা ধারণ করা এবং আজাদির (স্বাধীনতা) পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো আজ একটি অভিন্ন প্ল্যাটফর্মে সমবেত হয়েছে। এই জোটের ব্যানারে আমরা আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ করব।”

এই ঐক্যের যাত্রাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এটি জাতীয় নির্বাচনে রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মানুষের অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণঅভ্যুত্থান পরবর্তী জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে এই জোট হবে একটি শক্তিশালী মাধ্যম।

এনসিপি আহ্বায়ক আরও স্পষ্ট করেন যে, জোটের অন্তর্ভুক্ত দলগুলোর মধ্যে একটি পূর্ণাঙ্গ নির্বাচনী সমঝোতা হয়েছে। তিনি বলেন, “আমরা সবাই সবাইকে পূর্ণ সহযোগিতা করব। গণঅভ্যুত্থানের ফলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে তা বাস্তবে রূপ নেবে। ইনশাআল্লাহ, আজাদির পক্ষে থাকা এই জোটের মাধ্যমেই আমরা বিজয় ছিনিয়ে আনব।”

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত