ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

মানবতাবিরোধী মামলায় আপিল শুনানি হবে ২০ জানুয়ারি

২০২৬ জানুয়ারি ১৫ ১৭:১৪:১২

মানবতাবিরোধী মামলায় আপিল শুনানি হবে ২০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় উল্লেখযোগ্য আইনি অগ্রগতি ঘটেছে। ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের আপিল শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ সংক্রান্ত আদেশ দেন। বিচারপতির নির্দেশ অনুযায়ী, আপিল শুনানি আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটরগণ গাজী এম এইচ তামিম ও শাইখ মাহদী।

গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ একই মামলায় দেওয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করে। আপিলে দণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম পরে জানান, মোট ৮টি যুক্তির ভিত্তিতে এই আপিল দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। আরেকটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও মামলার রাজসাক্ষী ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও তার বিরুদ্ধে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত