ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর দাবি বিএনপির

২০২৬ জানুয়ারি ১৪ ২১:৪০:৫৯

পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ও সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি করা পোস্টাল ব্যালট পেপারকে ‘উদ্দেশ্যমূলক’ ও ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে তা পুনরায় ছাপানোর দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে এই ব্যালট পেপারের নকশা বা ডিজাইনের পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনারও দাবি জানিয়েছে দলটি।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এই দাবি জানান।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, পোস্টাল ব্যালটের নকশায় সুক্ষ্ম কারসাজি করা হয়েছে। তিনি বলেন, “ব্যালট পেপারে ৫টি কলাম ও ১৪টি লাইন করা হয়েছে, যেখানে অন্য কিছু প্রতীককে শুরুতে রেখে বিএনপির ‘ধানের শীষ’কে উদ্দেশ্যমূলকভাবে শেষের দিকে রাখা হয়েছে। এটি কোনো দৈব ঘটনা নয়, বরং সচেতনভাবে করা হয়েছে যাতে ভাঁজ করলে প্রতীকটি ঢাকা পড়ে যায়। প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করলেও এর পেছনে যারা কারিগর, তাদের শাস্তি দিতে হবে এবং ব্যালট সংশোধন করতে হবে।”

সংবাদ সম্মেলনে তিনি আরও একটি গুরুতর অভিযোগ তোলেন। নজরুল ইসলাম খান বলেন, “কিছু রাজনৈতিক দল ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় দরিদ্র ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কপি, ফোন নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। আমাদের আশঙ্কা, এসব তথ্য ব্যবহার করে জাল ভোট দেওয়া হতে পারে এবং অর্থের বিনিময়ে ভোটারদের প্রলুব্ধ করার অপচেষ্টা চলছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় হলেও নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।”

নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ভোটারদের তথ্য সংগ্রহ এবং পোস্টাল ব্যালট নিয়ে এই ধরনের অপচেষ্টা সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায়। এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত