ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
শামা ওবায়েদ
'দল-মতের ঊর্ধ্বে উঠে নারীর নিরাপত্তার কথা চিন্তা করতে হবে'
নিজস্ব প্রতিবেদক: জাতি গঠনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং আসন্ন নির্বাচনী ইশতেহারে তার প্রতিফলন দেখা যাবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘নারী নেতৃত্ব, লৈঙ্গিক সমতা ও রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক এক নীতি সংলাপে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “রাজনীতি ও দল-মতের ঊর্ধ্বে উঠে নারীর নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। অতীতে ধর্ষণের ঘটনাগুলোর সঠিক বিচার হলে অপরাধ প্রবণতা অনেক কমত। আমাদের লক্ষ্য আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা, যেখানে নারী-পুরুষ সবার জন্য আইন সমান হবে।”
তৃণমূল পর্যায়ে নারীর প্রকৃত ক্ষমতায়ন নিয়ে নিজের অসন্তুষ্টি প্রকাশ করে এই বিএনপি নেত্রী বলেন, “বাংলাদেশে ঐতিহাসিকভাবে নারীদের অনেকটা ‘অলংকার’ হিসেবে ব্যবহার করার প্রবণতা দেখা গেছে। উচ্চপদে দু-তিনজন নারী থাকলেও তৃণমূলে প্রকৃত ক্ষমতায়ন হয়নি। এমনকি বিএনপির একজন কর্মী হিসেবে আমি নিজেও দলের নারী মনোনয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সংখ্যা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নই।”
তিনি প্রস্তাব করেন, রাজনৈতিক দলগুলোর মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। শামা ওবায়েদ বলেন, “আমি মনে করি, কোনো পর্যায়ের কমিটিই অনুমোদিত হওয়া উচিত নয় যদি না তাতে অন্তত ৪০ শতাংশ নারী সদস্য থাকে। এছাড়া নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মনোনয়ন না দিয়ে দীর্ঘ মেয়াদে নারীদের লজিস্টিক ও কাঠামোগত সুবিধা দিয়ে প্রস্তুত করা প্রয়োজন।”
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “নারী কমিশনের প্রতি সম্প্রতি যে আচরণ করা হয়েছে এবং যেভাবে তা অগ্রাহ্য করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে খোদ প্রধান উপদেষ্টা বা অন্য উপদেষ্টাদের নীরবতা আমাদের হতাশ করেছে। তারা সমাজের সচেতন অংশ হওয়া সত্ত্বেও নারী কমিশন ইস্যুতে সোচ্চার ভূমিকা রাখেননি।”
ফরিদপুর-২ আসনের এই প্রার্থী আরও যোগ করেন, নির্বাচনী ইশতেহারে নারী ক্ষমতায়ন ও নিরাপত্তার বিষয়টি বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো