ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

টেকনিক্যাল-তাঁতীবাজার ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন সাত কলেজের শিক্ষার্থীরা

২০২৬ জানুয়ারি ১৪ ১৫:৫২:৫৯

টেকনিক্যাল-তাঁতীবাজার ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন সাত কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীতে আন্দোলন আরও তীব্র করেছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজারে চলমান অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনকারীরা এখন সায়েন্সল্যাব মোড়ে জড়ো হচ্ছেন। আন্দোলনকে এককেন্দ্রিক ও আরও কার্যকর করতে সমন্বয়কারীদের সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষার্থীকে সায়েন্সল্যাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে ঢাকা কলেজ থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে করে ওই এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এর আগে শিক্ষার্থীরা রাজধানীর টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকায় পৃথকভাবে অবরোধ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবি, আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিতে হবে। পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে দ্রুত অধ্যাদেশ জারির দাবিও জানানো হয়। দাবি পূরণে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না এলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদনের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। পরবর্তী ধাপে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও লেজিসলেটিভ বিভাগের ভেটিং সম্পন্ন করে এটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত