ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনে আরও এক ধাপ অগ্রগতি সরকারের

২০২৬ জানুয়ারি ১৪ ১১:৩৪:৫৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনে আরও এক ধাপ অগ্রগতি সরকারের

নিজস্ব প্রতিবেদক: সরকারি সাত কলেজকে অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়ায় আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশের পরিমার্জিত খসড়া ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে এটি দ্রুত উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যুক্ত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের সংশোধিত খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া বাস্তবায়নের লক্ষ্যেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। পরবর্তী ধাপে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত অনুমোদন ও লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে এটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।

এদিকে শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ইতোমধ্যে শুরু করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, উচ্চশিক্ষার এই নতুন কাঠামো সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাদার আচরণ, ধৈর্যশীল সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি অসম্পূর্ণ তথ্য ও গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত