ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

জনপ্রিয়তায় শীর্ষে তারেক রহমান, ঈর্ষান্বিত একটি মহল: যুবদল সভাপতি

২০২৬ জানুয়ারি ১৪ ০০:০৭:৫৯

জনপ্রিয়তায় শীর্ষে তারেক রহমান, ঈর্ষান্বিত একটি মহল: যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয়তার বিচারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশের এক নম্বর অবস্থানে রয়েছেন বলে দাবি করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, তারেক রহমানের এই আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে একটি বিশেষ মহল ঈর্ষান্বিত হয়ে নানা অপপ্রচার চালাচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহরের নবাববাড়ী এলাকার টিএমএসএস অডিটরিয়ামে জেলা যুবদল আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোনায়েম মুন্না বলেন, "তারেক রহমানের বগুড়া ও উত্তরাঞ্চল সফরটি অত্যন্ত গুরুত্বের সাথে পরিকল্পিত ছিল। যদিও অনিবার্য কারণে সফরটি কিছুটা বিলম্বিত হয়েছে, তবে বগুড়ার মানুষের প্রতি তাঁর আলাদা টান রয়েছে। খুব দ্রুতই তিনি বগুড়া সফর করবেন এবং রংপুরে গিয়ে চব্বিশের বিপ্লবের বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।"

আগামী নির্বাচন নিয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে যুবদল সভাপতি বলেন, "আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়াসহ সারা দেশে তারেক রহমানের বিজয় নিশ্চিত। জনগণের অকৃত্রিম ভালোবাসায় তিনি রেকর্ড পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হবেন। জনগণের এই আকাঙ্ক্ষা কেউ রুখতে পারবে না।"

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, "তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেন কোনো মানুষের ওপর কোনো ধরনের জুলুম বা ভয়ভীতি প্রদর্শন না করা হয়। আমাদের মানবিকতা ও সহমর্মিতার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। যারা মানুষের আস্থা অর্জন করতে পারবে, তারাই আগামীর নেতৃত্বে থাকবে।"

মতবিনিময় সভায় জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনে যুবদলের সাংগঠনিক প্রস্তুতি ও কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত