ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

শিল্পীদের অবহেলার সংস্কৃতি বন্ধের আহ্বান উপদেষ্টা ফরিদার

২০২৬ জানুয়ারি ১৩ ২৩:৩২:০৫

শিল্পীদের অবহেলার সংস্কৃতি বন্ধের আহ্বান উপদেষ্টা ফরিদার

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভবিষ্যতে যেন কোনো শিল্পী অবহেলার শিকার না হন, সে জন্য আমাদের জীবিত শিল্পীদের যথাযথ সম্মান জানাতে হবে এবং প্রয়াত শিল্পীদের পরম শ্রদ্ধায় স্মরণে রাখতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, ফরিদা পারভীনের মতো কিংবদন্তি শিল্পীদের জীবদ্দশায় রাষ্ট্র হিসেবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারিনি, যা আমাদের একটি বড় ব্যর্থতা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘লালন সম্রাজ্ঞী’ ফরিদা পারভীনের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অচিন পাখি সংগীত একাডেমি’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

ফরিদা পারভীনের অবদানের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, "ফরিদা পারভীন শুধু লালনের গানকে মর্যাদা দেননি, তিনি লালন সংগীতের প্রতিটি ছত্রে নতুন প্রাণ সঞ্চার করেছেন। সত্তরের দশকে তরুণ বয়সেই তিনি ‘খাঁচার ভিতর অচিন পাখি’ বা ‘বাড়ির কাছে আরশিনগর’-এর মতো গানের মাধ্যমে লালন সাঁইয়ের দর্শনকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। লালন সংগীত গভীর শাস্ত্রীয় ও রাগভিত্তিক, যা ফরিদা পারভীন তাঁর আজীবনের সাধনা ও আত্মনিবেদনের মাধ্যমে সাধারণের হৃদয়ে পৌঁছে দিয়েছেন।"

লালনের দর্শন নিয়ে উপদেষ্টা আরও বলেন, "লালন সংগীত বিকৃত হওয়ার বিষয়ে ফরিদা পারভীন সব সময় ব্যথিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন, শুধু লালনের মতো পোশাক পরলেই লালন হওয়া যায় না, লালনকে অন্তরে ধারণ করতে হয়।" তিনি অচিন পাখি সংগীত একাডেমির শিশু শিল্পীদের প্রশংসা করে বলেন, এদের মধ্য থেকেই আগামী দিনের অনেক ফরিদা পারভীন উঠে আসবে।

অচিন পাখি সংগীত একাডেমির অধ্যক্ষ গাজী আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, মেজর শিব্বির আহমাদ খান (অবসরপ্রাপ্ত) এবং ডা. আশীষ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত