ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
শিল্পীদের অবহেলার সংস্কৃতি বন্ধের আহ্বান উপদেষ্টা ফরিদার
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভবিষ্যতে যেন কোনো শিল্পী অবহেলার শিকার না হন, সে জন্য আমাদের জীবিত শিল্পীদের যথাযথ সম্মান জানাতে হবে এবং প্রয়াত শিল্পীদের পরম শ্রদ্ধায় স্মরণে রাখতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, ফরিদা পারভীনের মতো কিংবদন্তি শিল্পীদের জীবদ্দশায় রাষ্ট্র হিসেবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারিনি, যা আমাদের একটি বড় ব্যর্থতা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘লালন সম্রাজ্ঞী’ ফরিদা পারভীনের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অচিন পাখি সংগীত একাডেমি’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
ফরিদা পারভীনের অবদানের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, "ফরিদা পারভীন শুধু লালনের গানকে মর্যাদা দেননি, তিনি লালন সংগীতের প্রতিটি ছত্রে নতুন প্রাণ সঞ্চার করেছেন। সত্তরের দশকে তরুণ বয়সেই তিনি ‘খাঁচার ভিতর অচিন পাখি’ বা ‘বাড়ির কাছে আরশিনগর’-এর মতো গানের মাধ্যমে লালন সাঁইয়ের দর্শনকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। লালন সংগীত গভীর শাস্ত্রীয় ও রাগভিত্তিক, যা ফরিদা পারভীন তাঁর আজীবনের সাধনা ও আত্মনিবেদনের মাধ্যমে সাধারণের হৃদয়ে পৌঁছে দিয়েছেন।"
লালনের দর্শন নিয়ে উপদেষ্টা আরও বলেন, "লালন সংগীত বিকৃত হওয়ার বিষয়ে ফরিদা পারভীন সব সময় ব্যথিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন, শুধু লালনের মতো পোশাক পরলেই লালন হওয়া যায় না, লালনকে অন্তরে ধারণ করতে হয়।" তিনি অচিন পাখি সংগীত একাডেমির শিশু শিল্পীদের প্রশংসা করে বলেন, এদের মধ্য থেকেই আগামী দিনের অনেক ফরিদা পারভীন উঠে আসবে।
অচিন পাখি সংগীত একাডেমির অধ্যক্ষ গাজী আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, মেজর শিব্বির আহমাদ খান (অবসরপ্রাপ্ত) এবং ডা. আশীষ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)