ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

বিএনপির ২ নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ রুমিন ফারহানার

২০২৬ জানুয়ারি ১৩ ২২:০৫:৩৪

বিএনপির ২ নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ রুমিন ফারহানার

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ব্যক্তিগত মানহানিকর মন্তব্যের অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দুটি পৃথক লিখিত অভিযোগ দাখিল করেছেন। স্থানীয় বিএনপি ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে জনসভায় অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ এনেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে অনুষ্ঠিত এক মিলাদ মাহফিলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ বক্তব্য দেওয়ার সময় রুমিন ফারহানাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। অভিযোগে বলা হয়েছে, আলমগীর খাঁ সেখানে বলেন, "রুমিন ফারহানা ও মমতাজের (সাবেক সংসদ সদস্য ও গায়িকা) মধ্যে কোনো পার্থক্য নেই।" এছাড়া তিনি আরও কিছু অকথ্য ও মানহানিকর শব্দ ব্যবহার করেন বলে রুমিন ফারহানা তাঁর অভিযোগে উল্লেখ করেছেন।

এর আগে গত ৪ জানুয়ারি অন্য এক সভায় আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের দেওয়া বক্তব্যের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। সেখানে হাবিবুর রহমান বলেছিলেন, "রুমিন ফারহানা এখন টিস্যু পেপার হয়ে গেছেন, টিস্যু পেপার কোনো কাজে লাগে না।" জনসম্মুখে এ ধরনের অশালীন ভাষা ব্যবহার করায় তিনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগপত্রে রুমিন ফারহানা লিখেছেন, তাঁর বিরুদ্ধে দেওয়া এসব বক্তব্য কেবল মানহানিকরই নয়, বরং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এই দুই নেতার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর রুমিন ফারহানা এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে লড়ছেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে দুই পক্ষের মধ্যে কাদা ছোড়াছুড়ি ও উত্তেজনা বাড়ছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগগুলো আইনানুগ প্রক্রিয়ায় যাচাই করা হবে এবং প্রয়োজনে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত