ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
সীমান্তে গুলিবর্ষণ: মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সীমান্তে মায়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। এ ঘটনার ব্যাখ্যা ও প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এনে ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নসংলগ্ন সীমান্ত এলাকায় মায়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে জানানো হয়, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি দুই প্রতিবেশী দেশের বিদ্যমান সুসম্পর্কের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।
ঢাকা আরও জোর দিয়ে জানায়, ভবিষ্যতে যেন এ ধরনের সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য মায়ানমারকে পূর্ণ দায়ভার গ্রহণ করে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া মায়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যেকোনো সংঘাতের প্রভাব যেন বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকায় না পড়ে এ বিষয়টি নিশ্চিত করার দাবিও জানানো হয়।
জবাবে মায়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়ে বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে আহত শিশুটির দ্রুত আরোগ্য কামনা করে তার পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)