ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
স্কুল-কলেজে প্রধান শিক্ষক নিয়োগে যুক্ত হলো আইসিটি
নিজস্ব প্রতিবেদক: সরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় এবার নতুনভাবে আইসিটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধনাধীন খসড়ায় বিষয়টি সংযোজন করা হয়েছে। সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠিয়েছে।
খসড়ার নির্দেশনায় বলা হয়েছে, ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ করা হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আইসিটি, প্রশাসনিক কাঠামো, দক্ষতা এবং আর্থিক বিধি-বিধান অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের জন্য ১২ নম্বর এবং ভাইভার জন্য ৮ নম্বর নির্ধারণ করা হয়েছে।
এদিকে, ২০২৫ সালে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কতজন যোগদান করেছেন এবং কতজনের এমপিও হয়নি এই তথ্য এনটিআরসিএর মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বরাবর নির্দেশ পাঠানো হয়েছে। জানা গেছে, গত ৭ জানুয়ারি মাউশির আঞ্চলিক কার্যালয়ে উপপরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৪১,৬২৭ জন শিক্ষককে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে কতজন যোগদান করেছেন, কতজনের যোগদান পরবর্তী পদায়ন সম্ভব হয়নি বা সমস্যা তৈরি হয়েছে, এবং যারা এখনও এমপিওভুক্ত হননি তাদের তথ্য ২৫ জানুয়ারির মধ্যে প্রেরণ করতে হবে।
ই্এই্চপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)