ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

আরডি ফুডের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

২০২৬ জানুয়ারি ১৩ ১৩:৪৬:৩১

আরডি ফুডের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডে কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোম্পানিটির অন্যতম কর্পোরেট পরিচালক বিদিশা ইন্টারন্যাশনাল লিমিটেড পূর্বঘোষণা অনুযায়ী তাদের হাতে থাকা উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার বিক্রি শেষ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার (১৩ জানুয়ারি) জানানো হয়েছে, বিদিশা ইন্টারন্যাশনাল লিমিটেড পাবলিক মার্কেটে বাজারদরে মোট ১৫ লাখ শেয়ার বিক্রি করেছে। এই বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের ঘোষিত পরিকল্পনার বাস্তবায়ন সম্পন্ন করল।

এর আগে গত ২৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে বিদিশা ইন্টারন্যাশনাল লিমিটেড রংপুর ডেইরির ১৫ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। ঘোষণার পর কয়েক কার্যদিবসের মধ্যেই তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারগুলো বিক্রি করে।

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি মাসের ৭ জানুয়ারি বিদিশা ইন্টারন্যাশনালের কাছে রংপুর ডেইরির মোট ৩৬ লাখ ৫৩ হাজার ৭৮৫টি শেয়ার ছিল। সেখান থেকে ১৫ লাখ শেয়ার বিক্রির পর বর্তমানে এই কর্পোরেট পরিচালকের হাতে অবশিষ্ট রয়েছে ২১ লাখ ৫৩ হাজার ৭৮৫টি শেয়ার।

বাজার বিশ্লেষকদের মতে, সাধারণত পোর্টফোলিও পুনর্গঠন বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনের কারণেই কর্পোরেট পরিচালকরা এ ধরনের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়ে থাকেন। বিদিশা ইন্টারন্যাশনালের এই বিক্রির ফলে বাজারে রংপুর ডেইরির শেয়ারের সরবরাহ বেড়েছে, যা নতুন বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি করতে পারে।

তবে বড় অংকের শেয়ার বিক্রির পর কোম্পানিটির শেয়ার দরে কোনো স্বল্প বা মধ্যমেয়াদি প্রভাব পড়ে কি না, তা নিয়ে বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা সতর্ক নজর রাখছেন।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত