ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
বিক্ষোভে নিহতদের স্মরণে ইরানে রাষ্ট্রীয় শোক
আন্তর্জাতিক ডেস্ক: দেশজুড়ে চলমান সহিংস বিক্ষোভে বহু মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে ইরানে শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। নিহতদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে শোক পালন করছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়।
স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এই শোক ঘোষণা দেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় ও আধা-রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, সাম্প্রতিক সহিংস দাঙ্গায় প্রাণ হারানোদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী প্রতিরোধ আন্দোলনের সময় যেসব ইরানি নাগরিক নিহত হয়েছেন, তাঁদের স্মরণেই জাতীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
সরকারি বিবৃতিতে দাবি করা হয়, সহিংসতায় জড়িত গোষ্ঠীগুলো দায়েশের (আইএসআইএস) মতো বর্বর কায়দায় সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে। এতে বহু মানুষ শহীদ হয়েছেন বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সহিংসতা ইরানের ইতিহাসে নজিরবিহীন এবং এর পেছনে যুক্তরাষ্ট্র-সমর্থিত গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা রয়েছে। সরকার এই ঘটনাকে পরিকল্পিত সহিংসতা হিসেবে আখ্যা দিয়েছে।
এদিকে, দাঙ্গায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং দেশজুড়ে জনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানায়, সাম্প্রতিক সময়ে ‘রাজতন্ত্রপন্থী সহিংস দাঙ্গাকারীরা’ ইরানের একাধিক শহরে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব ঘটনায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।
প্রতিবেদনে আরও বলা হয়, দাঙ্গাকারীরা প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলা চালানোর পাশাপাশি সড়ক অবরোধ, সরকারি স্থাপনায় ভাঙচুর এবং নিরাপত্তা বাহিনীর ওপর সংঘবদ্ধ হামলায় জড়িত ছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে