ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

তিন বছর ধরে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ ফরচুন সুজ

২০২৬ জানুয়ারি ১১ ১৫:৩২:০১

তিন বছর ধরে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ ফরচুন সুজ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেডের বিনিয়োগকারীরা সমাপ্ত ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড এখনও পাননি। নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলেও কোম্পানি প্রয়োজনীয় অর্থ স্থানান্তর করেনি।

কোম্পানিটির ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। নিরীক্ষকরা জানিয়েছেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অপরিশোধিত ডিভিডেন্ডের পরিমাণ ১০ কোটি ৫ লাখ টাকা। এর মধ্যে ২০২১-২২ হিসাব বছরের ৩ কোটি ৯৮ লাখ, ২০২২-২৩ হিসাব বছরের ৫ কোটি ১০ লাখ এবং ২০২৩-২৪ হিসাব বছরের ৯৮ লাখ টাকা অপরিশোধিত রয়েছে।

সিকিউরিটিজ আইন অনুযায়ী, বার্ষিক সাধারণ সভায় ডিভিডেন্ড অনুমোদনের পর নির্ধারিত সময়ের মধ্যে তা বিনিয়োগকারীদের বিতরণ করা বাধ্যতামূলক। ফরচুন সুজ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের ডিভিডেন্ড ডিএসই'র মাধ্যমে পাঠানোর কথা জানিয়েছিল। তবে, নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি তিন বছর ধরে ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের মধ্যে ডিভিডেন্ড বিতরণ করেনি।

২০২৪-২৫ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোম্পানি মাত্র ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১১ পয়সা, আগের বছরে যা ছিল ৫০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সা।

২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল। এই সময়ে ইপিএস ৫০ পয়সা, আগের বছরে ১ টাকা ৫ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে এনএভিপিএস ছিল ১৩ টাকা ৫৮ পয়সা।

২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল। ইপিএস ছিল ১ টাকা ৫ পয়সা, আগের বছরে ২ টাকা ৩০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ৫৬ পয়সা।

২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হয় ১০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। ইপিএস ২ টাকা ৩০ পয়সা, আগের বছরে ১ টাকা ৫৯ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে এনএভিপিএস ছিল ১৪ টাকা ৩০ পয়সা।

ফরচুন সুজের ঋণমান দীর্ঘমেয়াদে বিবিবি প্লাস ও স্বল্পমেয়াদে এসটি ৪। ৩০ জুন ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল) এ প্রত্যয়ন দিয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজের অনুমোদিত মূলধন ২৫০ কোটি এবং পরিশোধিত মূলধন ১৭০ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে ৮২ কোটি ২৭ লাখ টাকা রয়েছে। মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ৬ লাখ ৬২ হাজার ২৬৩। এর ৩০.৯৩ শতাংশ উদ্যোক্তা পরিচালকের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.৪৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫২.৫৮ শতাংশ শেয়ার রয়েছে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত