ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাইওয়ানের মর্যাদাপূর্ণ TIGP বৃত্তি, আবেদন শুরু

পার্থ হক
পার্থ হক

রিপোর্টার

২০২৬ জানুয়ারি ১১ ১৩:০২:২১

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাইওয়ানের মর্যাদাপূর্ণ TIGP বৃত্তি, আবেদন শুরু

পার্থ হক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাইওয়ানের অন্যতম সম্মানজনক পিএইচডি বৃত্তি তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ (টিআইজিপি)-এর ২০২৬ শিক্ষাবর্ষের আবেদন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৬-২৭ একাডেমিক সেশনের জন্য এই বৃত্তি শুধুমাত্র আন্তর্জাতিক পিএইচডি প্রার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তবে চীন, তাইওয়ান ও হংকংয়ের নাগরিকরা এ প্রোগ্রামের আওতাভুক্ত নন।

অ্যাকাডেমিয়া সিনিকা এবং তাইওয়ানের শীর্ষস্থানীয় জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ তত্ত্বাবধানে পরিচালিত এই পিএইচডি প্রোগ্রাম সম্পূর্ণভাবে ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে। উল্লেখযোগ্য বিষয় হলো এ বৃত্তির জন্য আবেদন করতে কোনো ধরনের আবেদন ফি দিতে হবে না।

১৪টি গবেষণা ক্ষেত্রে সুযোগ

২০২৬ সালের টিআইজিপি স্কলারশিপে মোট ১৪টি সাবপ্রোগ্রামের মাধ্যমে গবেষণার সুযোগ দেওয়া হচ্ছে। একজন আবেদনকারী কেবল একটি প্রোগ্রামেই আবেদন করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিসিন, ন্যানো সায়েন্স, আর্থ সিস্টেম সায়েন্সসহ আধুনিক ও ভবিষ্যতমুখী বিভিন্ন গবেষণা ক্ষেত্রে এই বৃত্তি প্রদান করা হবে।

যোগ্যতার শর্ত

এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীদের-

চীন, তাইওয়ান ও হংকং ছাড়া যেকোনো দেশের নাগরিক হতে হবে

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জিত থাকতে হবে

ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে (ইংরেজি মাধ্যমের দেশ বা বিশ্ববিদ্যালয় ব্যতীত)

নির্বাচিত প্রোগ্রামের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে

বৃত্তির সুযোগ-সুবিধা

টিআইজিপি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন-

মাসিক প্রায় ১,২৫০ মার্কিন ডলার ভাতা

প্রথম বছরের ফলাফলের ভিত্তিতে আরও এক বছর ভাতা সম্প্রসারণের সুযোগ

কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই পড়াশোনার সুবিধা

তাইওয়ানের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সুযোগ

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনকালে যেসব নথিপত্র জমা দিতে হবে-

স্নাতক ও স্নাতকোত্তর সনদ ও ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে)

পাসপোর্ট

ইংরেজি ভাষা দক্ষতার সনদ

তিনটি সুপারিশপত্র

সিভি ও স্টেটমেন্ট অব পারপাস

গবেষণা থিসিসের সারসংক্ষেপ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের-

টিআইজিপির অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে

পছন্দের প্রোগ্রাম নির্বাচন করে যোগ্যতা যাচাই করতে হবে

অনলাইন ফরম পূরণ করে সব নথিপত্র আপলোড করতে হবে

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে

সবশেষে উল্লেখ্য, ২০২৬ সালের টিআইজিপি স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬। সময়সীমার আগে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত