ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

নুরকে বহিষ্কারের বিষয়ে যা জানাল গণঅধিকার পরিষদ

২০২৬ জানুয়ারি ১০ ১০:৩৪:৩৮


নুরকে বহিষ্কারের বিষয়ে যা জানাল গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং তাঁকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এমন একটি খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই তথ্যের কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরুল হক নুরকে শোকজ বা সাময়িক অব্যাহতির কোনো সিদ্ধান্ত গণঅধিকার পরিষদ নেয়নি। ভাইরাল হওয়া নোটিশটি ভুয়া এবং দলের পক্ষ থেকে প্রকাশিত নয়।

এ ছাড়া শুক্রবার প্রকাশিত এক অডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান, তাঁর স্বাক্ষর জাল করে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে ছড়ানো হয়েছে। তিনি বলেন, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এর মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

হাসান আল মামুন আরও বলেন, ভাইরাল হওয়া প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বানানো। অন্য একটি নথি থেকে তাঁর স্বাক্ষর কপি করে দলের প্যাডে বসানো হয়েছে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি স্পষ্ট করেন। তিনি সবাইকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

দলীয় সূত্রে জানানো হয়, রাজনৈতিক ফায়দা লুটতে তৃতীয় একটি পক্ষ এই অপপ্রচারের সঙ্গে জড়িত। সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে দলটির ভেতরে কিছু অসন্তোষ ও উত্তেজনা থাকলেও, সেটিকে কেন্দ্র করেই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করছেন নীতিনির্ধারকেরা।

এরই মধ্যে সভাপতির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন সমঝোতার অভিযোগ এবং দপ্তর সম্পাদককে সাময়িক অব্যাহতির ঘটনাকে ঘিরে গত বৃহস্পতিবার রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়। সেই প্রেক্ষাপটকে কাজে লাগিয়েই ভুয়া নোটিশ ছড়ানো হয়েছে বলে দলটির নেতাদের ধারণা।

আবু হানিফ বলেন, এই অপপ্রচারের পেছনে নির্বাচনি রাজনীতির সংশ্লিষ্টতা রয়েছে। তাঁর মতে, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের ‘ট্রাক’ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হওয়ায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

এর আগেও নুরুল হক নুরকে দলের সভাপতি পদ থেকে বহিষ্কারের একটি ভুয়া নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। দলটির পক্ষ থেকে পুনরায় স্পষ্ট করা হয়েছে, এসব নোটিশ ও বিবৃতি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং গণঅধিকার পরিষদের কোনো সাংগঠনিক সিদ্ধান্তের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত