ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

বিশ্বকাপ শুরুর আগেই তাল কাটল ভারতের

২০২৬ জানুয়ারি ০৯ ২১:৪৫:৫৬

বিশ্বকাপ শুরুর আগেই তাল কাটল ভারতের

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড় দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট শিবির। দলের অন্যতম সম্ভাবনাময় ব্যাটার তিলক ভার্মার হঠাৎ শারীরিক জটিলতা বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা হয়ে এসেছে। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই হায়দরাবাদ তারকাকে নিয়ে এখন উদ্বিগ্ন বিসিসিআই, নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট। বর্তমানে রাজকোটে চিকিৎসাধীন তিলকের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিশ্বকাপের আর মাত্র এক মাস বাকি থাকতেই তিলকের অস্ত্রোপচার ভারতীয় দলের জন্য অশনিসংকেত হিসেবে দেখা দিয়েছে। গত বুধবার রাজকোটে তার ‘টেস্টিকুলার টরশন’ সংক্রান্ত অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে এই ধরনের শারীরিক সমস্যার পর দ্রুত ম্যাচ ফিট হয়ে ওঠা কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে বিশ্বকাপে তার উপস্থিতি আদৌ সম্ভব হবে কি না, সে প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে তিলকের কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। এই অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তাকে দলে পাওয়ার সম্ভাবনা কার্যত নেই। সিরিজটি দিয়েই বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল ভারত।

তিলকের অনুপস্থিতির সম্ভাবনা মাথায় রেখে ভারতীয় নির্বাচকরা ইতোমধ্যে বিকল্প ভাবনায় নেমেছেন। খুব শিগগিরই দলে অন্য কোনো খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার ঘোষণা আসতে পারে। যদিও তিলকের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তার সুস্থতার অগ্রগতি সন্তোষজনক হলে এক সপ্তাহের মধ্যেই তিনি হালকা অনুশীলন শুরু করতে পারেন।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তার আগে দলের কম্বিনেশন চূড়ান্ত করাই ছিল বড় লক্ষ্য। ঠিক এমন সময়ে তিলকের ইনজুরি ভারতীয় দলের পরিকল্পনায় বড় অনিশ্চয়তা তৈরি করেছে।

এই শারীরিক সমস্যার সূত্রপাত হয়েছিল ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে বাংলার বিপক্ষে ম্যাচে। হায়দরাবাদের অধিনায়ক হিসেবে তিন নম্বরে ব্যাট করতে নেমে তিলক ৪৫ বলে ৩৪ রান করেন। ম্যাচ চলাকালীন সামান্য চোট পেলেও পরদিন ব্যথা তীব্র আকার ধারণ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই প্রয়োজনীয় পরীক্ষা শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ