ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

‘মোসাব্বির হ’ত্যাকাণ্ডে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে’

২০২৬ জানুয়ারি ০৯ ২০:০০:৫৪


‘মোসাব্বির হ’ত্যাকাণ্ডে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে চাওয়া একটি গোষ্ঠীই ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নিহত মোসাব্বিরের তেজগাঁওয়ের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সালাহউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পরিকল্পিতভাবেই মোসাব্বিরকে হত্যা করা হয়েছে। যারা নির্বাচনবিরোধী, তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, যারা নির্বাচন চায় না, সেই জাতীয় অপশক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, পতিত স্বৈরাচার নির্বাচনকে বানচাল করতে চায় এবং সেই লক্ষ্যেই ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব অপচেষ্টা বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ সময় তিনি মোসাব্বিরের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, নিহত নেতার স্ত্রী ও সন্তানদের সারাজীবনের প্রয়োজনীয় সব দায়িত্ব দলীয়ভাবে বিএনপি গ্রহণ করেছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মোসাব্বির। রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত