ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

টিভিতে আজকের খেলার সময়সূচি (৯ জানুয়ারি)

২০২৬ জানুয়ারি ০৯ ১০:৩৮:৩২

টিভিতে আজকের খেলার সময়সূচি (৯ জানুয়ারি)

স্পোর্টস ডেস্ক: আজ ৯ জানুয়ারি, শুক্রবার। ছুটির দিনে ক্রীড়াপ্রেমীদের জন্য টেলিভিশনের পর্দায় থাকছে জমজমাট সব আয়োজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি হাইভোল্টেজ ম্যাচ ছাড়াও থাকছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ইউরোপিয়ান ফুটবলের লড়াই।

বিপিএল:

বিপিএলে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে বেলা ২টায় চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। এরপর সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে। দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে।

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট:

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দুপুর ২টা ১৫ মিনিটে হোবার্ট হারিকেন্সের প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স।

আন্তর্জাতিক ক্রিকেটে আজ পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

এছাড়া দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে ডারবান জায়ান্টস ও ইস্টার্ন কেপ মুখোমুখি হবে রাত ৯টা ৩০ মিনিটে।

ফুটবল

ফুটবল ভক্তদের জন্য দুপুরে রয়েছে জার্মান বুন্দেসলিগার লড়াই। বেলা ১টা ৩০ মিনিটে বরুশিয়া ডর্টমুন্ড লড়বে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত