ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
২৯৫টি ওষুধ জাতীয় অত্যাবশ্যকীয় তালিকায়, দাম নির্ধারণ করবে সরকার
নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের নাগালে ওষুধের দাম রাখতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৯৫টি ওষুধকে ‘জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা’ (NEML)-ভুক্ত করা হয়েছে। এই তালিকার অন্তর্ভুক্ত সকল ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য এখন থেকে সরকার নির্ধারণ করে দেবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, আজকের উপদেষ্টা পরিষদের সভায় এই ওষুধের তালিকা এবং মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি নির্দেশিকা (গাইডলাইন) নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।
ডা. সায়েদুর রহমান বলেন, “১৯৮২ সালের ওষুধ নীতিতে ৩৫০টি ওষুধের মধ্যে মাত্র ১১৭টি ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করা হতো। গত প্রায় ৩০ বছর ধরে এই তালিকা অপরিবর্তিত থাকায় বর্তমানে তালিকার বাইরে থাকা প্রায় ১৩০০ ওষুধের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বাংলাদেশের মানুষ তাদের মোট ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয়ের দুই-তৃতীয়াংশই খরচ করে ওষুধ কিনতে। দেশে কোনো স্বাস্থ্য বীমা বা বেনিফিট স্কিম না থাকায় ওষুধের মূল্যে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া এটি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী করা কঠিন হয়ে পড়ছিল।”
তিনি আরও জানান, এবারের নতুন অত্যাবশ্যকীয় তালিকায় আগের চেয়ে ১৩৬টি ওষুধ বেশি অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে মোট পদের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টিতে। সরকার এই ২৯৫টি ওষুধের মূল্য নির্ধারণ করে দেবে। বর্তমানে যেসব কোম্পানি এই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করছে, তাদের অবশ্যই দাম কমিয়ে নির্ধারিত মূল্যে আসতে হবে।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ। সরকার আশা করছে, এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে দেশের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ