ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
ব্যবসায়ীদের কারসাজিতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের যোগসাজশে ও কারসাজিতে সিলিন্ডার গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম ৫৩ টাকা বাড়ালেও কিছু অসাধু ব্যবসায়ী একে পুঁজি করে অস্বাভাবিক দাম বাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে প্রতিটি জেলায় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও মাঠে নেমেছে। যারা কৃত্রিম সংকট তৈরি করতে দোকান বন্ধ রাখছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “এলপিজি খাতের ৯৮ শতাংশ ব্যবসা বেসরকারি খাতের হাতে। আমদানির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত মাসের চেয়ে এ মাসে আমদানি বেশি হয়েছে। সুতরাং কোনো ঘাটতি থাকার কথা নয়। এটি নিছক একটি কারসাজি। মানুষকে জিম্মি করে এই অস্বাভাবিক দাম বাড়ানো আমরা সহ্য করবো না।” তিনি আরও জানান, বাজার তদারকিতে আজই চট্টগ্রামে বিশেষ টিম পাঠানো হয়েছে এবং ঢাকাতেও একই ব্যবস্থা নেওয়া হবে।
বাসাবাড়িতে গ্যাস সংকটের বিষয়ে উপদেষ্টা ব্যাখ্যা দেন যে, এটি সরবরাহের অভাব নয় বরং শীতকালীন কারিগরি সমস্যা। তিনি বলেন, “শীতকালে পাইপলাইনে গ্যাস জমে যাওয়ার সমস্যা হয়, যা বিদেশের মতো গরম রাখার প্রযুক্তি আমাদের নেই। তবে এলএনজি আমদানি পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহে কোনো ঘাটতি নেই।”
বৈঠকে উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা থাকায় ভবিষ্যতে জাহাজীকরণে সমস্যা হতে পারে, যা সরকার এখনই পর্যবেক্ষণ করছে। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ